Advertisement

এ সময় পাপন বলেন, তামিম একজন পেশাদার খোলোয়াড়, তার এমন সিদ্ধান্ত আমাদের বিস্মিত করেছে। সে একা এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি।
Advertisement

তিনি বলেন, সামনে বড় দুটি টুর্নামেন্ট আছে। একটি এশিয়া কাপ, অন্যটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছুর আশাও করছিল। এমন সময় তামিমের অবসরের সিদ্ধান্ত দলের জন্য বড় এক ধাক্কা।
এদিকে হুট করে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ায় এই মুহূর্তে কোনো অধিনায়ক নেই বাংলাদেশ ওয়ানডে দলের। সিরিজের মাঝপথে বলে নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য খুব একটা অপেক্ষার সময় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির।
Advertisement

এখনও দেশের সফলতম ব্যাটসম্যানের সিদ্ধান্ত বদলের জন্য অপেক্ষায় থাকার কথা জানালেন নাজমুল হাসান। একই সঙ্গে বললেন, শেষ পর্যন্ত তামিম সিদ্ধান্তে অটল থাকলে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।



