লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতা হত্যায় অংশ নেয় ৪০ জন : পুলিশ সুপার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),লক্ষ্মীপুর প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ : লক্ষ্মীপুরে সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় আলমগীর হোসেন ওরুফে কদু আলমগীর নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৩ মে) সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতের বিচারক আনোয়ারুল কবীরের কাছে তিনি জবানবন্দী দেন। পরে আদালতে জবানবন্দির বিষয়টি নিয়ে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

Advertisement

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেওয়ান ফয়সাল নামের আরেক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তিনি রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নোমান-রাকিব হত্যা মামলার ১৮ নম্বর আসামি আলমগীর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে গতকাল ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।আরও

Advertisement

আলমগীরের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, আলমগীর ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে তিনি এ হত্যাকাণ্ডে অংশ নেন। তিনি ছাড়াও এই হত্যাকাণ্ডে ৫টি গ্রুপে আরও ৪০ জন অংশ নেন। আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, বিষ্ফোরণ দ্রব্য ও মাদকসহ ১০ টি মামলা রয়েছে।

Advertisement

তবে এখনো হত্যাকাণ্ডে ব্যবহৃত কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।

উল্লেখ্য, নোমান-রাকিব হত্যা মামলায় এখন পর্যন্ত দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১১ জন।

গত ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Advertisement

পরদিন ২৬ এপ্রিল রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জন আসামি করা হয়।