মেঘনায় রোশন আলী মাস্টারের বহিষ্কার চেয়ে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাহমুদুল হাসান বিপ্লব মেঘনা থেকে,বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ : মেঘনায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বহিষ্কার চেয়ে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার বি আরটিসি মোড়ে বিকেল ৪.৩০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মহসিন সোহাগ, ভাওরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল আব্বাসী, চন্দনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমীর বাসার, মানিকার চর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবের ভূইয়া, ভাওরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাভেল, চন্দনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফ, ছাত্রলীগ নেতা মামুন, টিটু প্রমুখ। এ সময় বক্তারা রোশন আলী মাস্টারের সম্প্রতি অডিও রেকর্ড ফাঁস হয় সেখানে তিনি আওয়ামী লীগ যারা করে তারা রাজাকার এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার বরাবর রোশন আলী মাস্টারকে বহিষ্কার দাবি করেন।