বিজেপি নেতার হুমকির পর বদলে যাচ্ছে সানির গানের কথা (ভিডিও)

SHARE
বিজেপি নেতার হুমকির পর বদলে যাচ্ছে সানির গানের কথা

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ : মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্র হুঁশিয়ারি দেন যে, সোশ্যাল প্ল্যাটফর্মে রাখা যাবে না ‘মধুবন’ গানের ভিডিও। ৩ দিনের মধ্যে পদক্ষেপ না করলে ফল ভালো হবে না। এমন হুমকির পরই গানের কথা বদলে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গানটির সত্ত্বের মালিক সারেগামাপা রোববার জানিয়েছে, বিতর্ক এড়াতেই গানটির নাম ও কথা বদলে ফেলা হচ্ছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। দেশবাসীর ভাবাবেগে আঘাত লাগায় নানা ধরনের প্রতিক্রিয়া মিলেছে। তাই আমরা মধুবন গানটির নাম ও কথা বদলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনদিনের মধ্যেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে পুরোনো গানটি সরিয়ে নতুন গান আপলোড করে দেয়া হবে।

গত ২২ ডিসেম্বর সানি লিওন অভিনীত ‘মধুবন’গানের মিউজিক ভিডিও প্রকাশ্যে আসে। তারপর থেকেই অভিনেত্রীর বিরুদ্ধে রাধা সেজে অশ্লীল নাচের অভিযোগ উঠতে থাকে। রাধা সেজে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হচ্ছে সানিকে।

শারিব ও তোশির সংগীতায়োজনে তৈরি হয়েছে মিউজিক ভিডিওটি। দুজনের পাশাপাশি গান গেয়েছেন কণিকা কাপুর ও অরিন্দম চক্রবর্তী।