একরামুল নিহত হওয়ার অডিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

full_161218Asaduzzaman-Khan-Kamalওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৩ জুন : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনায় একরামের পরিবারের প্রকাশ করা অডিও রেকর্ডটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে রোববার (৩ জুন) সকালে আয়োজিত দেশব্যাপী মাদকবিরোধী ফেস্টুন বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, অডিও ক্লিপটি যাচাই-বাছাই করা হচ্ছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সব হত্যার বিষয়ে তদন্ত করা হবে। হত্যা বা দুর্ঘটনা আমাদের তদন্তের বাইরে নয়। যেখানে যেটা দরকার সেটা করা হবে এবং কমিটি গঠন করা হবে। কেউ নিহত হোক এটি আমাদের কাম্য নয়।

এ সময় তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো সবাইকে মাদকের ভয়াবহ অবস্থা থেকে সরিয়ে আনা। যুবসমাজকে বাঁচাতে হবে। মেধা নষ্ট হতে দেওয়া যাবে না। এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকের লিস্ট বড় লম্বা। যতদিন মাদক নির্মূল না হয় ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে।