মৌলভীবাজারে অপহৃত ব্যবসায়ী উদ্ধার : আটক ৩

SHARE
moulibazar_124148ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মৌলভীবাজার প্রতিনিধি,০৪ ফেব্রুয়ারি :  মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ২ দিন আগে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া চম্পা দে (৪৫) স্থানীয় প্রমি হেলথ কেয়ারের মালিক।
আটকরা হলেন শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া গ্রামের মো. শুকুর আহমদ (৪৮), রাজাপুর গ্রামের মোহিত আহমদ (৩৫) ও কমলগঞ্জের গুলেরহাওর গ্রামের কাউসার আহমদ (২৫)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার শমশেরনগর থেকে ব্যবসায়ী চম্পা দে-কে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় কয়েকজন। মুক্তিপণ চেয়ে পরে তার পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা। ওই ফোনকলের সূত্রধরে শনিবার রাতে শ্রীমঙ্গলের কলেজ রোডের একটি বাসা থেকে চম্পাকে উদ্ধার এবং ওই ৩ জনকে আটক করা হয়।
এ নিয়ে রাতে ব্যবসায়ী বাদী হয়ে ওই ৩ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা করেন।