বন্ধুর হাতে বন্ধু খুন: ৪ জনের মৃত্যুদণ্ড

SHARE

bonduওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আদালত প্রতিনিধি,১২ ডিসেম্বর :  রাজধানীর ডেমরা এলাকায় বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার এক মামলায় চার জনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। নিহতের নাম মো. রানা।

আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুম, আল আমিন, শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন। তবে চারজনই পলাতক রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হেলেন- মনির হোসেন ওরফে সন্ত্রাসী মনির ও বাবলা। মনির ও বাবলাকে একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রানা ও আসামিরা বন্ধু ছিলেন। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ২০০৯ সালের ৯ জানুয়ারি রানাকে আসামিরা ডেমরা থানার শুন্যটেংরা গ্রামের আব্দুল হালিমের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও নাভির উপরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।

পরদিন ডেমরা থানার উপ-পরিদর্শক আবুল কালাম ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর মাসুদ ও আল আমিনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা অপর আসামিদের নাম উল্লেখ করেন।

২০১২ সালের ১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিভিন্ন সময়ে ১১ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করলেন।