গৃহকর্মী সুরক্ষা নীতিমালা বাস্তবায়নের দাবি

SHARE

174গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে নারী মৈত্রী। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ অনুমোদন না হওয়ার কারণে গৃহকর্মীদের অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছে বক্তারা।

বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিত করণে গৃহশ্রমিকদের জন্য গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই আমরা আশা করছি, বর্তমান সরকার গৃহকর্মীর কাজে জড়িতদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে জিডিপিতে নারীর অবদানকে মূল্যায়ন করবে।

নারী মৈত্রীর সভাপতি শাহীন আক্তার ডলি বলেন, বাংলাদেশে গৃহকর্মের সঙ্গে জড়িত শ্রমিকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই অনুপাতে তাদের মজুরি নির্ধারণ ও অন্যান্য অধিকার সুরক্ষায় এই জনগোষ্ঠী শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না।

প্রতিনিয়তই গৃহকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন শাহীন আক্তার ডলি।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী রাফিকা খান, সদস্য আবুল হোসেন প্রমুখ।