৫ টাকা সঞ্চয়ের মাধ্যমে কন্যার পড়ালেখার খরচ চলবে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১২ এপ্রিল : ডাক বিভাগের অধীনে ‌’পোস্ট ব্যাংক’ নামে একটি স্বায়ত্বশাসিত ব্যাংকের অনুমোদন দেবে সরকার। এই ব্যাংকে বাবা-মা অ্যাকাউন্ট খুলে মাসে ৫ টাকা করে জমাবেন। সেই জমানো টাকা ১৮ বছর পর কন্যা সন্তানরা হাতে পাবে। এ টাকায় সে তার পড়ালেখার খরচ চালাতে পারবে।

পোস্ট ব্যাংকে ১০ টাকায় হিসাব খোলা এবং ৫ টাকা করে সঞ্চয়ের মাধ্যমে কন্যা সন্তানের ভবিষ্যৎ পড়ালেখার পথ সুগম করার এমন সুন্দর পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

গত রোববার জিপিও চত্বরে ডাক বিভাগের ১৯টি গাড়ির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি।

ব্যাংকটির অনুমোদনের বিষয়ে তারানা হালিম বলেন, সারা দেশে ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট অফিস স্পেশালাইজড ব্যাংক বা পোস্ট ব্যাংক চালুর পরিকল্পনা রয়েছে ডাক বিভাগের।

তিনি বলেন, পোস্ট অফিস যদি বিশেষ ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে তাহলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। সব কাজ শেষ হয়ে গেছে। এখন প্রধানমন্ত্রীর কাছে ফাইল পাঠাব, তিনি বিস্তারিত জানতে চেয়েছেন।