ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষের ফল প্রকাশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৪ এপ্রিল : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.edu.bd) ও (www.nubd.info)-এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় সারাদেশের এক হাজার ৭২৯টি কলেজের মোট ৬৯১টি কেন্দ্রে এক লাখ ৬৯০৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে এক লাখ ৬১ হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৫.২৮%। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের দুটি ওয়েবসাইট ছাড়াও যেকোনো মোবাইল ফোন থেকে পাওয়া যাবে।

মোবাইলে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> reg লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য ৩ মে পর্যন্ত অনলাইনে (http://www.nubd.info)  আবেদন করা যাবে।