কোটবাড়ীর জঙ্গি আস্তানায় কাউকে পাওয়া যায়নি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,৩১ মার্চ : কুমিল্লার কোটবাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে সোয়াটের অভিযানের পর ভেতরে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ। তবে কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই তিনতলা বাড়ির ভেতরে বোমা থাকতে পারে- এমন ধারণা থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম জানান, সন্দেহভাজন ওই আস্তানায় কোনো জঙ্গিকে পাওয়া না গেলেও কয়েকটি বোমা পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। আজ সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে (এসপি অফিসে) অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরো জানান, তাদের কাছে তথ্য ছিল, ওই আস্তানায় দুইটি সুইসাইডাল ভেস্ট এবং অন্তত ছয়টি বোমা ছিল। সুইসাইডাল ভেস্ট দুটো জঙ্গিরা নিয়ে গেছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। কুমিল্লায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউট’ চলাকালে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার একটু পর দুই দফায় একটানা গুলির শব্দ শোনা গেছে। এরপর থেকে আর কোনো শব্দ পাওয়া যায়নি। এর আগে বেলা ১১টার পর দুই দফা গুলির শব্দ শোনা যায়।