সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,৩০ মার্চ : সুনামগঞ্জ- ২ আসনের (দিরাই-শাল্লা) উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ আসনের দু’টি উপজেলার ১১০টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম ভোট গণনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ আসনে ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯১ জন পুরুষ ও ১ লাখ ২২ হাজার ৬৪০ জন নারী ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছে। এছাড়াও পুলিশের ৪৭টি মোবাইল টিম এবং ১৪ ট্রাইকিং ফোর্সসহ র‌্যাব’র ১৫০ জন সদস্য ও বিজিবি’র ১২০ সদস্য নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক টহল দিচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। গত ২০ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।