মেঘনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ এর কর্মসূচি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,২৫ মার্চ : আগামীকাল প্রত্যুষে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি অফিস/ভবন শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ মর্যাদায় সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭.৩০ ঘটিকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮.০০ ঘটিকায় প্রধান অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন। সকাল ৯.৩০ ঘটিকায় ছাত্র-ছাত্রীদের খেলাধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা। বাদ জোহর জাতির শান্তি কামনা করে মসজিদ, মন্দিও, গীর্জা প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা। বেলা ২.০০ ঘটিকায় এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন। বেলা ৩.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা ও স্থানীয় একাদশ অনুষ্ঠিত হবে।