একটি বাড়ি একটি খামার প্রকল্প ॥ আবেদনকারীরা বিপাকে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম, নিজস্ব প্রতিনিধি, ১১ মাচ : গত ২৩ ফেব্রুয়ারি ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। সাতটি পদে ৪ হাজার ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা এসব পদে আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের অভিযোগ, বেশ কিছুদিন যাবত অনলাইন (ebek.teletalk.com.bd ) পেজটিতে প্রবেশ করতে পারছেন না। এখন পর্যন্ত পেজটি লোড হচ্ছে না এবং প্রয়োজনীয় তথ্য আসছে না। তাই ফরম পূরণে ব্যর্থ হচ্ছেন প্রার্থীরা। কিন্তু আবেদনের কপি ১৫ মার্চের মধ্যে ডাকযোগে পাঠাতে বলা হয়েছে। ভুক্তভোগী প্রার্থীদের অভিযোগ, সার্ভারের সমস্যার জন্য তারা আবেদন করতে পারছে না। প্রার্থীদের দাবি, দ্রুত সার্ভারের সমস্যা সমাধান বা আবেদনের সময়সীমা বাড়ানো হোক।