রাজধানীতে নব্য জেএমবির নেতা আবুল কাশেম আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৩ মার্চ : রাজধানী থেকে নব্য জেএমবি নেতা মাওলানা আবুল কাশেমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান।

মৌলানা আবুল কাশেম দিনাজপুরের একটি মাদ্রাসার প্রিন্সিপাল।

গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাওলানা আবুল কাশেম সম্পর্কে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট তথ্য পায়।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের একজন কর্মকর্তা জানান, ‘হলি আর্টিজানে জঙ্গি হামলায় মাওলানা আবুল কাশেম সরাসরি জড়িত ছিলেন না। তার কাছে অনেকেই ইসলামী জ্ঞান নিতে গিয়েছিলেন। মাওলানা আবুল কাশেম তার ব্যাখ্যায় তাদেরকে একত্রিত হয়ে ইসলামের জিহাদের ঘোষণা দেয়ার জন্য উদ্বুদ্ধ করতেন।’