টঙ্গীতে শেষ হলো জোড় ইজতেমা

SHARE

137গাজীপুরের টঙ্গীতে পাঁচ দিনব্যাপি জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শুরু হয়ে প্রায় ১৫ মিনিটব্যাপি অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মো. ইব্রাহিম।

বিশ্ব ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন আহমেদ জানান, পাঁচ দিনব্যাপি এ জোড় ইজতেমা শুরু হয়েছিল গত শুক্রবার। বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে প্রতি বছর জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। চিল্লায় অংশ নেয়া দেশি-বিদেশি মুসল্লি, আলেম ওলামারা এ জোড় ইজতেমায় অংশ নেন। জোড় ইজতেমায় তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বিরা গুরুত্বপূর্ণ বয়ান করেন। পাশাপাশি তারা আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পর্কে দিক নির্দেশনা দেন। জোড় ইজতেমা শেষে মুসল্লিদের একটি অংশ দাওয়াতি কাজে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন এবং একটি অংশ ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজের তদারকি করেন।

উল্লেখ্য, ইজতেমা ময়দানে আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।