ওয়ানডেতে ফের শীর্ষে অস্ট্রেলিয়া

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,খেলাধুলা প্রতিনিধি,০২ মার্চ :  ওয়ানডে র‍্যাংকিংয়ে ফের শীর্ষে উঠে এলো অস্ট্রেলিয়া। গত মাসেই প্রোটিয়াদের কাছে শীর্ষস্থান হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে চলতি সিরিজে দুটি ম্যাচ দ.আফ্রিকা হেরে যায় কিউইদের বিপক্ষে। তাই দুইয়ে নেমে যেতে হলো।

যদিও বর্তমানে সময়ের মধ্যে কোনো ওয়ানডে সিরিজ বা ম্যাচ খেলেনি দলটি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ম্যাচ হেরে যাওয়ায় সিংহাসন ফিরে পেয়েছে অজিরা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার রেটিং অবশ্য সমান ১১৮ করে। তবে দু’দলের পয়েন্ট ব্যবধান মাত্র তিন রয়েছে। অজিরা ৬১ ম্যাচে ৭ হাজার ২২৭ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে সমান ম্যাচে প্রোটিয়াদের পয়েন্ট ৭ হাজার ২২৪।

আগামী ৪ মার্চ নিউজিল্যান্ড ও দ. আফ্রিকার মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে অকল্যান্ডে। এ ম্যাচ যদি প্রোটিয়ারা জিতে নেয় তবে আবারও র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরবে। আর কিউইরা জিতলে অজিরাই থাকবে সবার ওপরে।

র‍্যাংকিংয়ে সেরা দশ দল: অস্ট্রেলিয়া, দ.আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।