খন্দকার মোস্তাকের কবর অপসারন ও সম্পদ বায়েজাপ্তের দাবিতে বিক্ষোভ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,এস এম সালাহ উদ্দিন,কুমিল্লা প্রতিনিধি,১৯ ফেব্রুয়ারি : কুমিল্লা দাউদকান্দির মাটি হতে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী ও খুনি খন্দকার মোস্তাকের কবর অপসারন ও তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বায়েজাপ্তর দাবিতে  বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দাউদকান্দি উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।আজ সকাল ১১ টায় শহীদনগর ট্রমা সেন্টার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এবং ৫০ গজ দুরে সুন্দলপুর রাস্তার এড. এসবি ভান্ডারির বাড়ির সামনে পৌছলে পুলিশ বাধা সৃষ্টি করে। বিক্ষোভ কারীরা পুলিশি বাধায় সামনে এগুতে না পেরে রাস্তায় বসে পরে এবং নেতৃবৃন্দ একে এক বক্তব্য শুরু করে।বক্তব্য প্রদান করেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী,মেঘনা উপজেলা চেয়ারম্যান আবদুছ ছালাম,দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুছ ছালাম,দাউদকান্দি উপজেলা কৃষকলীগ সভাপতি আঃ করিম ভূইয়া,শ্রমিকলীগ সভাপতি ও প্যানেল মেয়র ১ রকিব উদ্দিন,উপজেলা কৃষকলীগ সাঃ সম্পাদক দুলাল সর্দার প্রমুখ।এ সময় বক্তারা কুমিল্লা দাউদকান্দির মাটি হতে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী ও খুনি খন্দকার মোস্তাকের কবর অপসারন ও তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বায়েজাপ্তর দাবি জানিয়ে বক্তব্য দেন
সে সাথে ময়নামতি নামে নয় কুমিল্লা নামেই বিভাগ ঘোষনার দাবি জানান এবং আগামী ২৬ ফেব্রুয়ারী পরবর্তি আন্দোলনের তারিখ ঘোষনা করে কর্মসূচীর ইতি টানেন।