আবারও নেয়া হতে পারে এসএসসির গণিত পরীক্ষা: শিক্ষামন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৩ ফেব্রুয়ারি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ঢাকাসহ তিনটি বোর্ডের অধীনে গতকাল রবিবার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে এই পরীক্ষা আবারও নেয়া হতে পারে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তাদের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সম্ভাব্য বিভিন্ন উৎস আমরা বন্ধ করেছি। এর সফলতাও পেয়েছিলাম। গত দু-তিন বছর ধরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। কিন্তু এখন তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছে। সব দিক বন্ধ করে শিক্ষকদের হাতে প্রশ্ন তুলে দিয়েছি। এখন সেখান থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ আসছে। আমরা বরদাস্ত করবো না। দোষীদের ধরবোই। পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী এ নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, শিক্ষকদের মধ্যে এ রকম অসৎ ব্যক্তির সংখ্যা সীমিত। অসৎ শিক্ষকদের ধরিয়ে দিতে সব শিক্ষকের প্রতি আহ্বান জানাচ্ছি। আর এ ধরনের অসৎ শিক্ষকদের কাছ থেকে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বারের মতো প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে গতকাল রবিবার। ঢাকাসহ তিনটি বোর্ডের অধীনে রোববার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। স্বয়ং ঢাকা বোর্ডের চেয়ারম্যানও এ অভিযোগ স্বীকার করেন।