(ভিডিও)নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটিতে দেশ: কোন প্রতিষ্ঠানের কতদিন জেনে নিন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,বিশেষ প্রতিনিধি, শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Assembly Election) উপলক্ষে দেশজুড়ে বড় ধরনের ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি (Public Holiday) ঘোষণা করা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

একনজরে নির্বাচনের ছুটির আপডেট

 

 

  • টানা ৪ দিনের ছুটি: ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা।
  • ১১ ফেব্রুয়ারি (বুধবার): সাধারণ ছুটি ঘোষণা (নতুন সিদ্ধান্ত)।
  • ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): নির্বাচনের দিন সাধারণ ছুটি (পূর্ব নির্ধারিত)।
  • শিল্পাঞ্চলে ৩ দিনের ছুটি: শ্রমিক-কর্মচারীদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) টানা ছুটি।
  • সাপ্তাহিক ছুটি: ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) নিয়মিত ছুটি।
  • জরুরি সেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ জরুরি খাতগুলো ছুটির আওতামুক্ত থাকবে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Press Secretary Shafiqul Alam) এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের (Professor Muhammad Yunus) সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে (Advisers’ Council Meeting) এই সিদ্ধান্ত গৃহীত হয়।