ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ || মাঘ ৬ ১৪৩২ :
হত্যার হুমকির পর নিরাপত্তার কারণে সারা দেশে নিজের ওয়াজ, তফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
Advertisement
ফেসবুকে দেওয়া এক পোস্টে আমির হামজা এই ঘোষণা দিয়ে আয়োজক কমিটির কাছে দুঃখ প্রকাশ করেছেন।
পোস্টে আমির হামজা লিখেছেন, “প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তফসির মাহফিলের সকল শিডিউল আজ (সোমবার, ১৯ জানুয়ারি) থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তফসির মাহফিলের শিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।…আমির হামজা।”
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

রবিবার (১৮ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার তথ্য তুলে ধরেন আমির হামজা। তিনি জানান, শনিবার (১৭ জানুয়ারি) থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
পোস্টে আমির হামজা লেখেন, “আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতেও কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, সেটা প্রতিষ্ঠিত করবেন এবং আমার ৩ কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন। …আমির হামজা।”
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এর আগে আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে প্রয়াত দেশনেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্য করতে শোনা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যাও দেন তিনি।
এদিকে তার ওই বক্তব্যের প্রতিবাদে রবিবার কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড়ে নারীদের ঝাড়ুমিছিল হয়। একই দিন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সোলাইমান চৌধুরী শিহাব নামের এক ছাত্রদল নেতা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং তার বাড়ি গাজীপুর জেলায়।
Advertisement
আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (১৯ জানুয়ারি) সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ঢলে পড়ে মারা যান জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। ফাইল ফটো।


