ইকবাল-শওকতকে কারাগারে পাঠানোর নির্দেশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ ফেব্রুয়ারি : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শওকতকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, রাজউকের সাবেক চেয়ারম্যানের জামিন আবেদন করলে তা নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর পারটেক্স গ্রুপের পরিচালককে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল দুদক। তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন চান। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ইকবাল উদ্দিন চৌধুরী ও শওকত আজিজকে আজ ভোরে রাজধানী থেকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় ইকবাল ও শওকতকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় ইকবাল উদ্দিন চৌধুরীসহ রাজউকের তৎকালীন বোর্ডের ছয়জন এবং দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজকে আসামি করা হয়।