
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা কুমিল্লা থেকে,বুধবার ০৭ জানুয়ারি ২০২৬ || পৌষ ২৩ ১৪৩২ :
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কান্দা এলাকায় অভিযান চলাকালে পারভেজ (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মেঘনা উপজেলার বড়কান্দা (চকের বাড়ী) এলাকার বাসিন্দা এবং মো. ফারুক মিয়ার ছেলে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) সঙ্গীয় ফোর্সসহ মেঘনা থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা উপজেলার ৫ নম্বর বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা জলারপাড় এলাকায় জনৈক বাদলের জমিতে থাকা দুটি খড়ের গাদার মাঝখানে কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা সমবেত হয়।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
পরে তল্লাশিকালে পারভেজের প্যান্টের পকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটযুক্ত ধারালো চাপাতি এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো ছেনি দা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকেই পারভেজকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
__________________________________________________
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অবৈধ দেশীয় অস্ত্র সংক্রান্ত বিষয়ে এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) বাদী হয়ে মেঘনা থানায় এজাহার দায়ের করবেন। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।



