(ভিডিও) আলোচনা-সমালোচনার মুখে তাহসানের স্ত্রী

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,বিনোদন প্রতিনিধি, মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২২ ১৪৩২ :

পরনে করসেট গাউন। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। কানে দুল, হাতে আংটি। চোখে-মুখে স্নিগ্ধতার ঢেউ। এমন লুকে ধরা দিয়েছেন সংগীতশিল্পী তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ। রবিবার (৫ জানুয়ারি) ছিল এ দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কটি ছবি পোস্ট করেন রোজা আহমেদ, তাতে এমন লুকে ধরা দিয়েছেন এই মেকআপ আর্টিস্ট।

Advertisement

 

রোজা আহমেদকে এ লুকে দেখে নেটিজেনরা দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ফলে তাকে নিয়ে জোর চর্চা চলছে অন্তর্জালে। একটি অংশ যেমন প্রশংসা করছেন, অন্য অংশটি কটাক্ষ করে মন্তব্য করছেন। আফরোজা লেখেন, “আপনাকে খুব সুন্দর লাগছে।” নিশিতা লেখেন, “অসাধারণ লাগছে।” লোপা লেখেন, “আমি ভাবছি জাহ্নবী কাপুর।”

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

অন্যদিকে, তাহসান খানকে টেনে নানা ধরনের মন্তব্য করছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে মণি লেখেন, “আপনার স্বামী মনে হয় দ্বীনের কথা ভেবে গান ছেড়েছে না?” জান্নাত লেখেন, “জামাই হাজি হইতেছে, আর বউ পাজি হইতেছে।” আবার বাণু নামে একজন পরামর্শ দিয়ে লেখেন, “শোন মেয়ে এত খোলামেলা হবে না।” তাছাড়াও অনেকে এমন নোংরা ভাষায় মন্তব্য করেছেন, যা প্রকাশের অযোগ্য।

 

রোজা আহমেদের এ ছবিকে কেন্দ্র করে আলোচনা চলছে


এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন রোজা আহমেদ। তার পোশাক নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করলেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি। বরং এরপর আরো ৬টি পোস্ট দিয়েছেন রোজা।

 

স্বামীর সঙ্গে রোজা আহমেদ


জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৭ সালে। ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও একা ছিলেন তাহসান। গত বছরের ৫ জানুয়ারি মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।

রোজা আহমেদ