https://www.facebook.com/share/v/1JmoFyyrjp/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর তেজগাঁও প্রতিনিধি, রোববার ০৪ জানুয়ারি ২০২৬ || পৌষ ২০ ১৪৩২ :
রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮) হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার কারা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) তেজগাঁও থানা পুলিশ এ তথ্য জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত অন্যদের শনাক্ত করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ শেষে বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে রোববার সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নেন। এতে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও ও পান্থপথ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ শিক্ষার্থী স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়লে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা বলেন, সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার ২৪ দিন পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি।
Advertisement
তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছেন। বিচারের স্পষ্ট অগ্রগতি না জানা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, মাদকের বিরুদ্ধে কথা বলায় সাকিব নিহত হন।
নিহত সাকিবুল হাসান রানা (১৮) তেজগাঁও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৬ ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। চার দিন পর, ১০ ডিসেম্বর রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
_________________________
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু বলেন, সহপাঠী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এর আগেও একই দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করেছিলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আজও বিচার দাবিতে তারা ফের ফার্মগেট এলাকায় আন্দোলনে নামেন।



