মেঘনায় সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,০৭ ফেব্রুয়ারি : কুমিল্লা মেঘনা উপজেলায় আজ এস এস সি ইংরেজী ১ পএ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলার নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন এর একান্ত প্রচেষ্টা ও পরীক্ষার সাথে যারা জড়িত তাদের একান্ত চেষ্টায় মেঘনায় সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ কোন রাজনৈতিক নেতাকে দেখা যায়নি পরীক্ষা হলে। কেন্দ্র : মেঘনা -১, ১৭৭ মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৫৪৫, উপস্থিত ছিল ৫৪০। কেন্দ্র সচিব ছিলেন মোঃ আবদুল্লাহ আল মামুন,প্রধান শিক্ষক মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়। অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, গাজী মোঃ শাহ আলম,ভেটেনারী সার্জন মেঘনা উপজেলা,মোঃ ফারুক হোসেন,নির্বাচন অফিসার মেঘনা উপজেলা। সহ: কেন্দ্র সচিব আবদুল মালেক আখন্দ,প্রধান শিক্ষক চন্দনপুর এম এ মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়,হল সুপার : মোঃ আব্দুল মতিন প্রধান শিক্ষক মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়।

মেঘনা -২ ১৭৮ দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়। মোট পরীক্ষার্থীর ৫০২, উপস্থিত ৪৯৯। কেন্দ্র সচিব ছিলেন মোঃ শফিকুল আলম,,প্রধান শিক্ষক দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়। অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন,মোঃ তাজুল ইসলাম ভ’ইয়া,পল্লী উন্নয়ন অফিসার মেঘনা উপজেলা। সহ: কেন্দ্র সচিব খন্দকার আাঃ রউফ,অধ্যক্ষ মুজাফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ। হল সুপার : মোঃ আলী সিদ্দিকী, প্রধান শিক্ষক লুটেরচর মফিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়।