https://www.facebook.com/share/r/1FaYQX4yMX/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, রোববার ২১ ডিসেম্বর ২০২৫ || পৌষ ৬ ১৪৩২ :
অবতরণ করার পর বিমান থেকে লাফিয়ে পড়ছেন যাত্রীরা। কারণ বিমানের সিঁড়ি নেই। তাই বাধ্য হয়ে এভাবেই নিচে নেমে আসছেন তারা। ঘটনাটি ঘটেছে কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
Advertisement
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যাত্রীরা একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমানের কেবিনের দরজা থেকে লাফিয়ে টারম্যাকে পৌঁছাচ্ছেন।
অনেকক্ষণ বিমানে বসে অপেক্ষা করছিলেন যাত্রীরা। এক পর্যায়ে আর না পেরে বিমানের দরজা খুলে লাফ দিতে থাকলেন তারা। এক্ষেত্রে তাদের সাহায্য করলেন বিমানকর্মীরা।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

জানা যায়, দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা ‘এয়ার কঙ্গো’-এর বিমানটি অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি পাওয়া যাচ্ছিল না।
কোনো উপায় না দেখে বিমানকর্মীরা দরজা খুলে দিলেন বিমানের। সেখান থেকে লাফ দিয়ে নীচে নামতে শুরু করলেন যাত্রীরা। ভিডিওটি দেখে বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে। অনেকে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া ফুটেজ অনুসারে, কিনশাসা থেকে ফ্লাইটটি কিন্ডুতে এসে পৌঁছায় কিন্তু টার্মিনালে বিমান চলাচলের সিঁড়ির অভাবে স্বাভাবিকভাবে নামতে পারেনি। কেবিনের তীব্র তাপে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর, যাত্রীদের বিমানের সামনের এল-১ দরজা দিয়ে বিমান থেকে বেরিয়ে আসার জন্য গ্রাউন্ড কর্মীরা উৎসাহিত করেন বলে জানা গেছে।
বোয়িং ৭৩৭-৮০০ এর দরজার সিল মাটি থেকে প্রায় ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উপরে অবস্থিত। ফুটেজে, যাত্রীদের রানওয়েতে কর্মীদের হাতে ভারী স্যুটকেস তুলে দিতে দেখা যাচ্ছে এবং তারা নিজেরাই বিপজ্জনকভাবে লাফিয়ে পড়ছেন।
Advertisement

এয়ার কঙ্গো হলো কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি প্রধান প্রকল্প, যা ২০২৪ সালের ডিসেম্বরে চালু হয়েছিল।
সূত্র: টুকো নিউজ



