ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয় প্রতিনিধি, শনিবার ২০ ডিসেম্বর ২০২৫ || পৌষ ৫ ১৪৩২ :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে শুরু করেছেন অনেকে।
Advertisement
আজ শনিবার সকাল থেকেই দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢুকছে মানুষ। বেলা ২টা থেকে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষের ঢল নেমেছে।
বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফার্মগেট, আসাদ গেট হয়ে দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢুকছেন। কেউ হাতে, কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নিতে এসেছেন। ভেতরে ঢুকে দেখা গেল, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠে লোকজন জড়ো হয়েছেন। ছোট ছোট দলে ভাগ হয়ে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন। ‘আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ইত্যাদি স্লোগান দিচ্ছেন তাঁরা।

লালবাগ থেকে বন্ধুদের সঙ্গে জানাজায় অংশ নিতে এসেছেন আহসান উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাদি ভাইয়ের জানাজায় অংশ নিতে এসেছি। আজকে জনতার ঢল নামবে। তাই আগেই চলে এসেছি।’
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশপথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। জানাজায় অংশ নিতে আসা মানুষকে কয়েক স্তরে তল্লাশি করে ভেতরে ঢোকাতে হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, আনসার মোতায়েন করা হয়েছে ।

আজ বেলা একটার কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ইনকিলাব মঞ্চের এক পোস্টে জানানো হয়, হাদির জানাজায় বাংলাদেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা থাকবে না। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হাদির পরিবার আহ্বান জানিয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা উপলক্ষে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে যান চলাচল সীমিত করা হয়েছে।
বাদ জোহর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের চাওয়া অনুসারে হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এ জন্য জানাজা শেষে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
এর আগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ ঢাকায় আনা হয়। রাতে হাদির মরদেহ হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘর রাখা হয়।



Advertisement

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। আজ জুমার নামাজ শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


