হাদিকে হত্যাচেষ্টা মোটরসাইকেল মালিক সন্দেহে আটক হান্নানের বাড়িতে তালা

SHARE

আটক আব্দুল হান্নানের গ্রামের বাড়িতে তালা ঝুলছে

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি , রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২ :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক সন্দেহে মো. আব্দুল হান্নানকে আটক করেছে র‌্যাব। আটককৃতের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা-পশ্চিমপাড়ার গ্রামের বাড়িতে তালা ঝুলছে।

Advertisement

 

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে র‍্যাব-২ আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে।

 

বাগডাঙ্গা-পশ্চিমপাড়ার গ্রামের বাসিন্দারা জানান, আবুল কাশেম ও ফুরকন বেগমের ছেলে বড় ছেলে আব্দুল হান্নান। ছোটবেলায় তার মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর দুই সন্তানকে নিয়ে আর্থিক অসচ্ছলতায় পড়েন ফুরকন বেগম। দুই ছেলে আব্দুল হান্নান ও সোহেল রানাকে বড় করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। স্থানীয়দের সাহায্য-সহযোগিতাতেই তাদের বাড়ির চুলা জ্বলত।

 

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল ইসলাম বলেন, “পারিবারিক অসচ্ছলতার কারণে আব্দুল হান্নান পড়ালেখা করতে পারেননি। ছোট থেকেই তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েক বছর আগে তার পরিবারে আগের থেকে কিছুটা স্বচ্ছলতা ফিরেছে।”

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তিনি বলেন, “আব্দুল হান্নান তার মাকে নিয়ে পরিবারসহ ঢাকায় বসবাস করেন। তিনি গরিব ঘরের সন্তান, তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না।”

 

আব্দুল হান্নানের বাড়ির সামনে স্থানীয়দের ভিড়


স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, “আব্দুল হান্নানের পরিবার খুবই নিরীহ। বাবা-মায়ের বিচ্ছেদের পর পারিবারিক অবস্থা আরো খারাপ হয়। তার মা মানুষের কাছে সাহায্য নিয়ে দুই সন্তানকে বড় করেছেন। আব্দুল হান্নান রাজমিস্ত্রির কাজ করতেন। আমার জানা মতে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।”

 

তিনি বলেন, “আব্দুল হান্নান এক মাস আগেই তার মাকে ঢাকায় নিয়ে গেছেন। যে কারণে তার গ্রামের বাড়িতে এখন তালা দেওয়া।”

অপর বাসিন্দা মো. ফয়সাল বলেন, “বছরে কয়েকবার গ্রামের বাড়িতে আসেন আব্দুল হান্নান। তিনি একবার যখন এলাকায় এসেছিল তাকে মোটরসাইকেল চালাতে দেখেছি। এই মোটরসাইকেলটি ঢাকায় ওসমান হাদিকে হত্যার চেষ্টার কাজে ব্যবহৃত কি-না, তা আমরা জানি না।”

 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আপনারা যা দেখেছেন, আমরাও তাই দেখেছি। আমাদের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো কোনো তথ্য চাননি। এরপরেও আমরা তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।”

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি জেলা পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “এখনো তার (আব্দুল হান্নান) বিষয়ে সম্পূর্ণ খোঁজ পাইনি। তার দিয়ে এলাকায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি-না আমাদের যাচাই-বাছাই করতে হবে।”