সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার গুরুতর অবনতি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৪ ফেব্রুয়ারি : উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারী,  ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এম.পি গুরুতর অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে তাকে ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে। ল্যাব এইড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সুরঞ্জিত সেনগুপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক বলেন, ‘স্যারের অবস্থা সংকটাপন্ন, ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।’

দ্রুত আরোগ্য কামনায় সুরঞ্জিত সেনগুপ্ত সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছেন এই বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত। সাবেক রেলমন্ত্রী ও প্রবীণ এই আওয়ামী লীগ নেতা আজ শনিবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। জানা গেছে, সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘ দিন ধরেই অসুস্থ রয়েছেন। শনিবার অবস্থার অবনিত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। উল্লেখ্য, এর আগে গত মে মাসে শ্বাসকষ্ট নিয়ে এই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাঝখানে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি। ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। রাজনীতির প্রথম জীবনেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়া সুরঞ্জিত সেনগুপ্ত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ছাত্র জীবনে সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন তিনি। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য।