(ভিডিও) মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার পর যা নিয়ে পালিয়েছেন গৃহকর্মী

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর মোহাম্মদপুর প্রতিনিধি,বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২  :

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী ‘আয়েশা’ ওই বাসা থেকে একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, কিছু স্বর্ণালঙ্কাকার ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

স্বর্ণালঙ্কাকারের মধ্যে আছে—নিহত লাইলা আফরোজের একটি সোনার চেইন।

গতকাল সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে লাইলা আফরোজ ও তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার চার দিন আগে আয়েশা সেখানে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সন্দেহ করা হচ্ছে, তিনিই মা–মেয়েকে হত্যা করেছেন।

নিহতদের এক আত্মীয় জানান, তারা নিহতদের দাফন–কাফনে ব্যস্ত ছিলেন, তাই এখনো নিশ্চিত হতে পারেননি বাসা থেকে ঠিক কী কী জিনিস চুরি হয়েছে।

তিনি বলেন, ‘শুরুতে আমরা দেখতে পাই, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও কিছু নগদ টাকা। পরে সিআইডির ফরেনসিক দল ঘরে ঢুকে তাদের কাজ শুরু করলে আমরা বাইরে চলে যাই। এরপর হাসপাতালে কাজকর্ম ও নাটোরের গ্রামে দাফনের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘বাসার দরজা ও অন্যান্য লকারের চাবিগুলো একসঙ্গে একটি কি-রিংয়ে রাখা ছিল। হত্যার আগের দিনই ওই চাবির রিংটি হারিয়ে যায়। পরিবারের সন্দেহ, গৃহকর্মীই চাবিটি চুরি করে নিয়ে গেছে এবং সেই চাবি দিয়ে ঘর থেকে জিনিসপত্র সরিয়েছে।’

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, মামলায় কিছু অগ্রগতি হয়েছে।

তিনি জানান, ‘গতরাতে গৃহকর্মীকে গ্রেপ্তারে দুই দফা অভিযান চালিয়েছি, কিন্তু খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দাদের সহযোগিতায় অভিযান চলছে। পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর সাহায্যও চাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, পিবিআই ও সিআইডি ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনের চুল।

তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই ভালো খবর দিতে পারবো বলে আশা করি।’

তিনি জানান, আয়েশা মাত্র চার দিন কাজ করলেও তার সম্পর্কে কিছু তথ্য পুলিশের কাছে আছে। পরিবারের সঙ্গে ফোনে তার কোনো যোগাযোগ ছিল না। এছাড়া, তিনি বোরকা পরে থাকায় বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরায় তার মুখ ধরা পড়েনি।

‘পুলিশ এখনো বোরকাটি উদ্ধার করতে পারেনি। আমাদের সন্দেহ, সে রক্তমাখা বোরকাসহ পালিয়ে গেছে,’ বলেন তিনি।

তিনি আরও জানান, আমরা ধারণা করছি, হত্যাকারী বাসার বাইরে থেকে অস্ত্র নিয়ে এসেছে। কারণ বাসার রান্নাঘরে এমন ছুরি পাওয়া যায় না।

Advertisement

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, গতকালের এই ডাবল মার্ডারের ঘটনায় গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। নিহত লাইলা আফরোজের স্বামী এজেডএম আজিজুল ইসলাম (৪৮) মামলাটি করেন।

(গৃহ কর্মী আয়েশা)

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে কাঁধে একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।