ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিশেষ প্রতিনিধি, বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫ || কার্তিক ২২ ১৪৩২ :
আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ উল্লেখ করে জাতিসংঘের কাছে সহযোগিতা স্থগিতের আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে এই চিঠি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, ‘জাতিসংঘে পাঠানো চিঠি দিয়ে কোনো কাজ হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চিঠি নিয়ে আমরা চিন্তিত নই।’
এর আগে শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আওয়ামী লীগ আহ্বান জানিয়েছে, বাংলাদেশে নির্বাচনের অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখা হোক। চিঠিটি দলের পক্ষ থেকে পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে বলা হয়েছে, ‘সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।’
Advertisement
দলটি আরও জানিয়েছে, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তা নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য হওয়ার মানদণ্ড পূরণ করছে না। এমন সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মূলনীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি


