(ভিডিও)রায়পুরায় ১১ অস্ত্রসহ গ্রেপ্তার ৮

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),নরসিংদীর রায়পুরা প্রতিনিধি, শনিবার   ০১ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ১৭ ১৪৩২ :

নরসিংদীর রায়পুরা থেকে দেশি-বিদেশি ১১টি অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (০১ নভেম্বর) সকালে কাওরান বাজারে সংবাদ সম্মেলনে একথা জানান র‍্যাব ১১ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।

Advertisement

গ্রেপ্তাররা হলো- মো. শফিক মিয়া (৩২), মো. মোস্তফা (৩৮), জাহিদ হাসান (১৭), আয়নাল (৩৮), মহিউদ্দিন হৃদয় (২২), মো. বাচ্চু মিয়া (৬২), কালু মিয়া (৬৯) ও মো. বাছেদ (৪০)। তাদের সবার বাড়ি নরসিংদীর রায়পুরা থানার সায়দাবাদ এলাকায়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দুইনলা বন্দুক, ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

Advertisement

এইচ এম সাজ্জাদ হোসেন বলেন বলেন, মূলত বালুমহাল, চর, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। আর সেগুলো নিয়ন্ত্রণেই অস্ত্রের ব্যবহার হয়। পাশের দেশ ভারত থেকে সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র তৈরি করা হতো। দেশের নৌপথ কিছুটা অরক্ষিত থাকার সুযোগে এসব কাজ করতো তারা।

র‍্যাব ১১ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত