জুমার নামাজের সময় ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আইন আদালত  প্রতিনিধি, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ৯ ১৪৩২ :

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় জুমার নামাজের সময় এক ঝুট ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢালাই ফ্যাক্টরির পাশে অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন ঝুট ব্যবসায়ী আলতাফুর রহমান (৪৫)। ঘটনার সময় তিনি জুমার নামাজ পড়তে মসজিদে যান, বাসায় ছিলেন তার স্ত্রী ও মেয়ে।

এই সুযোগে তিন ব্যক্তি ব্যাংকের লোনের বিষয়ে কথা বলতে এসেছে বলে পরিচয় দিয়ে দরজায় ধাক্কা দেয়। আলতাফুর রহমানের স্ত্রী দরজা খোলার পর তারা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং অস্ত্রের মুখে তার স্ত্রী ও মেয়ের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোট ৬ জন ডাকাত এ ঘটনায় জড়িত ছিল। এর মধ্যে তিনজন নিচে পাহারায় ছিল এবং তিনজন ফ্ল্যাটে প্রবেশ করে লুটপাট চালায়।

খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Advertisement

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ডাকাতরা ঘরে ঢুকে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।