ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),কাপ্তাই হ্রদ প্রতিনিধি, বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ || কার্তিক ৭ ১৪৩২ :
দুই দিনেও কাপ্তাই হ্রদ থেকে মৃত বিরল রঙের হাতির শাবকটি উদ্ধার করতে পারেনি বন বিভাগ।
Advertisement
বুধবার (২২ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, শাবকটির পাশে মা হাতিসহ বন্য হাতির দল অবস্থান করছে, যা উদ্ধার কাজকে বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, বুধবার সকাল থেকে প্রাণিসম্পদ বিভাগ, ভেটেরিনারি টিম ও বন বিভাগ যৌথভাবে ঘটনাস্থলে যায়। তবে হাতির দল স্থান ত্যাগ না করায় মৃত শাবকটি উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় উদ্ধারকারী দল ফিরে আসে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
মতিউর রহমান আরও জানান, হাতির দল ক্ষিপ্ত অবস্থায় আছে। যদি তাড়ানো হয়, আশেপাশের জনবসতিতে আক্রমণ চালাতে পারে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিক ধারণা, পাহাড় থেকে পড়ে শাবকটির মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
উল্লেখ্য, মঙ্গলবার (২১ অক্টোবর) রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকায় মৃত হাতি শাবকটি স্থানীয়রা দেখতে পান এবং পরে বনবিভাগকে খবর দেন।

হ্রদে ভাসছে বিরল রঙের হাতি শাবকের মরদেহ। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম