ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),মোহাম্মদপুর প্রতিনিধি, মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ || কার্তিক ৫ ১৪৩২ :
মোহাম্মদপুরে আরেক ত্রাসের নাম পাটালি গ্রুপ। মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ বেশ কিছু অপরাধের সাথে যুক্ত এই সন্ত্রাসী গ্রুপটি। সম্প্রতি এই গ্যাং এর কিছু সদস্য গ্রেপ্তার হলেও থামেনি এদের তৎপরতা, একের পর এক মামলার বাদিদের হুমকি দিয়েই যাচ্ছে। পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বাকিদের।
Advertisement
গত মে ১৫ রাজধানীর মোহাম্মদপুরে জারফাবাদ এলাকায় মধ্যরাতের ঘটনা। অস্ত্রধারীরা কুপিয়ে গুরুতর আহত করে একই পরিবারের সাত জনকে।
পাঁচ মাস পরও আঘাতের সেই চিহ্নগুলো স্পষ্ট আহতদের শরীরে। ভুক্তভোগীরা জানান, বিনা অপরাধে পাটালি গ্রুপের সন্ত্রাসীদের হামলার শিকার হন তারা।
একজন ভুক্তভোগী বলেন, আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। আমরা তো এখন একদমই অসহায়, মূল যে চারজন আসামিকে গ্রেপ্তার করেছে তারা ২১ দিনের মাথায় জামিন পেয়েছে। বাকিদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমরা স্বস্তি পেতাম।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
কেবল শারীরিক ক্ষত নয়, সেই ভয়ংকর রাতটা এলোমেলো করে দিয়েছে শামীমা বেগমের গোটা পরিবারকে।
শামীমা বেগম বলেন, আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার স্বামী পরিবারের তিনটা পুরুষ মানুষ তিনজনকেই ক্ষতি করেছে, আমি এখন কিভাবে কী করব।
মোহাম্মদপুরে পাটালি গ্রুপের হাত থেকে রেহাই পাননি এই নারীও। চলতি মাসের ৪ তারিখ বোটঘাট এলাকায় দিনদুপুরে তার কাছ থেকে ছিনিয়ে নেয় স্বর্ণালংকার ও টাকা। ওই ঘটনায় মোহাম্মাদপুর থানায় মামলা করার পর থেকে হুমকি পাচ্ছেন তিনি।
ভুক্তভোগী নারী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নেই, এখন আমারও নিরাপত্তা নেই। তারা আমাকে ভয়ভীতি দেখাচ্ছে, মামলা তুলে ফেলতে বলছে। এখন আমি নিজেই ভয় পাচ্ছি, কখন কি হয়ে যায়।
স্থানীয়রা জানান, মোহাম্মাদপুরে আতঙ্কের নাম পাটালি গ্রুপ। ছিনতাই, চাঁদাবাজি, হত্যা চেষ্টাসহ অভিযোগের শেষ নেই তাদের বিরুদ্ধে। এছাড়া, টিকটকে ভিডিও বানিয়ে মানুষকে নানা ভয়ভীতি দেখায় তারা।
পুলিশ জানায়, পাটালি গ্রুপের মূল হোতা পাটালি হাসান বর্তমানে জেলহাজতে। তবে, সাম্প্রতিক মামলায় গ্রুপটির ১২ জন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে গেছে কয়েকজন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, বর্তমানে পাটালি গ্রুপের যারা রয়েছে অধিকাংশ আসামিকে আমরা ধরে ফেলেছি। যেভাবে অপরাধের বিস্তার ঘটেছিল সেখান থেকে আমরা কিন্তু এখন বলতে পারেন একটা স্ট্যাবল কন্ডিশনে নিয়ে এসেছি। আমরা একে ধরে রাখার চেষ্টা করছি।
Advertisement
রাজনৈতিক পট পরিবর্তনের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আলোচিত মোহাম্মাদপুর। শুধু গেলো এক মাসে এই এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে ছয় শতাধিক।
–