(ভিডিও)সিগন্যাল না মানায় গাড়ি আটকের পর স্বামী-স্ত্রী মিলে পুলিশ সার্জেন্টকে যা করলেন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),রাজধানীর দারুসসালাম প্রতিনিধি, শনিবার   ১৮ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ২ ১৪৩২ :

রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী মাজার রোডে পুলিশ সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা দেয়ার ঘটনায় প্রাইভেটকারের মালিক মো. শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী মোসা. আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

মিরপুর ট্রাফিক বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট আবু সুফিয়ান গাবতলী মাজার রোডে একটি প্রাইভেটকারকে সিগন্যাল অমান্য করার কারণে থামার নির্দেশ দেন। এ সময় তিনি গাড়ির কাগজপত্র দেখতে চাইলে প্রাইভেটকারটির মালিক ও তার স্ত্রী গাড়ি থেকে বের হয়ে সার্জেন্টকে দায়িত্বপালনে বাধা দেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে উক্ত সার্জেন্ট সাধারণ পথচারীদের সহযোগিতায় তাদের আটক করে দারুসসালাম থানায় হস্তান্তর করেন।

https://youtu.be/JBSqp7Hnf60?si=mReQnLBr5yK-5cDo

পুলিশ জানিয়েছে, আটককৃত মো. শামীম মোল্লা ও তার স্ত্রী আয়েশা খাতুনকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত মো. শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।