মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে, বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ১০ ১৪৩২ :

কুমিল্লার মেঘনা উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চন্দনপুর বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধার প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। এ সময় মেঘনা থানার সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

সরেজমিন দেখা যায়, অভিযানে বাজারের দোকান মালিক আনিছের দোকান থেকে মোট ৫৮টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮টি চায়না দুয়ারী জাল, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা এবং ৫০টি কারেন্ট জাল, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। জব্দকৃত জালের মোট মূল্য দাঁড়িয়েছে ৬৫ হাজার টাকার বেশি। এ সময় আনিছকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে একই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পরে জব্দকৃত জালগুলো মেঘনা উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান উপস্থিত জনতা ও দোকান মালিকদের উদ্দেশ্যে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষা ও জেলেদের সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন অমান্য করলে সরকারের নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’