ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),বিশেষ প্রতিনিধি, মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ৮ ১৪৩২ :
প্রকাশ্যে এলেন সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচিত ‘আনোয়ার টিভি’র অ্যাডমিন মাজেদ আহমেদ। ‘সময়ের গল্প’র মুখোমুখি হন তিনি।
Advertisement
খুব অল্প সময়েই স্যাটায়ার পোস্ট দিয়ে জনপ্রিয়তা পায় ‘আনোয়ার টিভি’ নামের ফেসবুক পেজটি। তবে আলোচনার পাশাপাশি ছিলো সমালোচনাও। মূল ধারার একটি গণমাধ্যমের লোগোকে নকল করে নিয়মিত পোস্ট দেয়ায় অনেকেই হয়েছেন বিভ্রান্ত। মজা বা ফ্যান পোস্টের ভিড়ে হারিয়ে যাচ্ছিলো আসল সংবাদ।
সম্প্রতি হ্যাকিংয়ের শিকার হয় ‘আনোয়ার টিভি’ পেজটি। বর্তমানে আর সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না এটিকে।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
আনোয়ার টিভির অ্যাডমিনের দাবি, ভারতীয় মেটা এজেন্টরাই মূলত হ্যাক করেছে পেজটি। যার পেছনে ফেসবুক কর্তৃপক্ষই দায়ী।
এসব নিয়ে ‘সময়ের গল্প’র মুখোমুখি হয়েছিলেন আনোয়ার টিভির এডমিন মাজেদ আহমেদ। মন খুলে কথা বলেছেন, দিয়েছেন নানা অভিযোগ। একই সঙ্গে আনোয়ার টিভির বিরুদ্ধে উঠা সমালোচনার জবাবও দিয়েছেন সোজাসাপটা।
Advertisement
আনোয়ার টিভির অ্যাডমিনের সাক্ষাতকারটি সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সময়ের গল্প ফেসবুক পেজ ও সময় এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। সাক্ষাৎকারটি নিয়েছেন বিনোদন প্রতিবেদক তানভীর হাসান।

সময়ের গল্প’র মুখোমুখি আনোয়ার টিভির অ্যাডমিন। ছবি: ভিডিও থেকে নেয়া