ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),বিজ্ঞান প্রযুক্তি প্রতিনিধি সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে, সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ || আশ্বিন ৭ ১৪৩২ :
কুমিল্লা জেলার মেঘনা উপজেলার কৃতি সন্তান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে প্রকাশিত ২০২৫ সালের এ তালিকায় প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক অন্তর্ভুক্ত হলেন।
১৯৮৫ সালের ২৯ নভেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামে জন্ম নেন শফি উল্যাহ। তাঁর বাবা আব্দুছ ছোবহান ও মা মাফিয়া আক্তার। পাঁচ ভাইবোনের পরিবারে তিনি দ্বিতীয় সন্তান। তাঁদের সন্তান ও জীবনসঙ্গী মিলিয়ে সাতজনই শিক্ষকতার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই মেধার পরিচয় দেওয়া শফি উল্যাহ ২০০১ সালে চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ গ্রেড পেয়ে পুরো মেঘনা উপজেলায় শীর্ষস্থান অধিকার লাভ করেন। পরে মানিকারচর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে কোনো কোচিং ছাড়াই ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। সেখানে ২০০৮ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় এবং ২০০৯ সালে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই তিনি এমফিল সম্পন্ন করেছেন এবং বর্তমানে সেখানে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন।
শিক্ষকতা জীবনের শুরু ২০১২ সালে ঢাকায়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে প্রভাষক হিসেবে। পরের বছর তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে যোগ দেন। সেখানে ২০১৬ সালে সহকারী অধ্যাপক এবং ২০২১ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। গবেষণার ক্ষেত্র হিসেবে তিনি বেছে নেন গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা এলসেভিয়ার, স্প্রিংগার, নেচার (Scientific Reports), আমেরিকান ইনস্টিটিউট অব ফিজিক্স, উইলি, এমডিপিআই, হিন্দাউই, আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সসহ প্রতিষ্ঠিত জার্নালে তাঁর ৫৪ টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গুগল স্কলারের তথ্যমতে, তাঁর গবেষণা সাইটেশনের সংখ্যা ইতোমধ্যে ছাড়িয়েছে ১ হাজার ১০৪।
গবেষণায় বিশেষ অবদানের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুইবার। পাশাপাশি তিনি দুটি স্কোপাস–ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর তত্ত্বাবধানে গবেষণা করা অনেক শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পিএইচডি করছেন।
বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে শফি উল্যাহ একান্ত সাক্ষাৎকারে স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘ আমার এই অর্জনের সবচেয়ে বড় অবদান আমার মা। এরপর আমার বাবা, স্ত্রী, সন্তান। প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের গবেষণা ও একাডেমিক উৎকর্ষেরও স্বীকৃতি।’
তিনি বলেন, ‘আমি সর্বদা চেষ্টা করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণা ও একাডেমিক উৎকর্ষের উচ্চতায় পৌঁছে দিতে। বিশেষ করে গণিত বিভাগের গবেষণা কার্যক্রমকে বৈশ্বিক মানে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বেশি উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে বিদেশে যাবে এবং বিশ্বদরবারে এই বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবে। তাঁদের সাফল্যের মধ্য দিয়েই কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা ও শিক্ষায় আরও সমৃদ্ধ হবে।’
এছাড়াও গবেষণা সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।