(ভিডিও) যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি: হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৪

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),যশোর   প্রতিনিধি, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ৭ ১৪৩২ :

যশোরের রাজারহাট রেল ক্রসিংয়ে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, ওয়াকিটকি, কসটেপ ও স্বর্ণালংকার ও একটি প্রাইভেটকার উদ্ধার হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

Advertisement

 

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্র জানায়, গত ১৪ জুলাই সকাল ৮টা ১০ মিনিটে কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতিরোধ করে। তারা আনন্দ বসু ও তার কর্মচারী রাসেল গাজীকে চোখ বেঁধে হাতকড়া পড়ায়। পরে তাদের কাছ থেকে ১৯ ভরি ৮ আনা স্বর্ণালংকার, নগদ ২৬ হাজার টাকা ও চারটি মোবাইল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের মনিরামপুর থানাধীন ট্যাংরাখালী এলাকায় ফেলে যায় ডাকাতরা। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু হয়।

Advertisement

আবশ্যক

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় প্রথমে ঢাকার তাঁতীবাজারের হাজী মার্কেট থেকে মো. উজ্জল হোসেন ও নিশান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশি করলে উদ্ধার হয় ৫ ভরি ১১ আনা ওজনের গলানো সোনা। যার মূল্য প্রায় ১০ লাখ ১ হাজার টাকা।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গত শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে যশোরের চাঁচড়া মোড় এলাকা থেকে মো. মুসাব্বির হোসেন টুটুল ও রতন শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, এক জোড়া স্টিলের হ্যান্ডকাপ, দুটি ওয়াকিটকি, দুটি সাদা কসটেপ, প্রাইভেটকার।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিশান হোসনের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র ও ধর্ষণসহ ১৮টি মামলা রয়েছে। উজ্জল হোসনের নামে রয়েছে ৪টি মামলা। তারা এলাকায় চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী হিসেবে পরিচিত।