(ভিডিও) ফেসবুকে সুন্দরী তরুণীদের নতুন টোপ, বাসায় ডেকে তরুণদের সর্বনাশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),ময়মনসিংহ প্রতিনিধি, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ৬ ১৪৩২ :

ময়মনসিংহে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া ‘টু-লেট’ বিজ্ঞাপন দিয়ে তরুণদের ফাঁদে ফেলছিল এক নারীচক্র। সাবলেট দেখানোর নাম করে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে মারধর, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিচ্ছিল মোটা অঙ্কের টাকা। পুলিশ অভিযানে চক্রের দুই সদস্যকে আটক করেছে।

অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চক্রের দুই তরুণী—সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েলকে আটক করে। সাদিয়া ময়মনসিংহ কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেছেন এবং ফারিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

Advertisement

পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবাদে চক্রটির আরও সদস্যের নাম পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীর ল্যাপটপ, মোবাইল ও ২৫ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার বিকেলে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। শহরে সক্রিয় অন্য প্রতারণা চক্র শনাক্তে অভিযান চলছে।

ফেসবুকে সুন্দরী তরুণীদের নতুন টোপ, বাসায় ডেকে তরুণদের সর্বনাশ