(ভিডিও)একাধিক বিয়ে করে আলোচিত সেই বন কর্মকর্তা পালানোর সময় আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশাল প্রতিনিধি, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ৩ ১৪৩২ :

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

Advertisement

স্থানীয়রা জানায়, সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং ট্রাকভর্তি মালামাল জব্দ করে।

 

বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব জানান, দায়িত্বে থাকাকালীন সময়ে কবির হোসেন বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নেন। শুধু তার কাছেই দেনা রয়েছে প্রায় সাত লাখ টাকা। এছাড়া স্থানীয়দের কাছ থেকেও টাকা নিয়ে ফেরত দেননি তিনি। বুধবার রাতে সরকারি বাংলো থেকে মালামাল সরানোর সময় বিষয়টি টের পেয়ে পাওনাদার ও এলাকাবাসী মিলে তাকে আটক করেন। তার ট্রাকে সরকারি মালামালও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

Advertisement

আবশ্যক

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মো. রিয়াজ বলেন, স্থানীয়দের হাতে আটক হওয়া কবির হোসেনকে হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
 
অন্যদিকে, কবির হোসেন পালানোর অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সংবাদকর্মীদের সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
 
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে নানা বিতর্কের জন্ম দেয়া এই কর্মকর্তা একাধিক বিয়ের কারণে বরিশালে ব্যাপক আলোচনায় ছিলেন। সম্প্রতি তার ১৭টি বিয়ের প্রাথমিক সত্যতা মেলায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
 
এর আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে একাধিক মামলা হয়েছে। সর্বশেষ কয়েকজন স্ত্রী অভিযোগ দায়ের করলে মন্ত্রণালয়ের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
 

Advertisement

 
কবির হোসেন চাঁদপুর জেলার তুষপুর গ্রামের বাসিন্দা। ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় একই ধরনের অভিযোগে এর আগেও তিনি দু’বার বরখাস্ত হয়েছিলেন। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবারো চাকরিতে ফিরে আসেন। বর্তমানে তার বিরুদ্ধে আদালতে নতুন মামলা হয়েছে, যা পিবিআই তদন্ত করছে।