ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়া প্রতিনিধি, মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ২৫ ১৪৩২ :
বগুড়ায় পরিত্যক্ত অবস্থায় ৮৩ রাউন্ড গুলি পাওয়া গেছে। ডিবি পুলিশের একটি দল সোমবার রাতে শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকায় ফুটপাত থেকে তাজা গুলিগুলো উদ্ধার করেছে। এ ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে।
ওসি ডিবি ইকবাল বাহার জানান, গুলিগুলো ওই স্থানে কিভাবে এলো সে ব্যাপারে তদন্ত চলছে। গুলিগুলো আদালতে জমা দেওয়া হবে।
Advertisement
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় সাত-মাথা তিনমাথা সড়কের পাশে ফুটপাতে একটি লাল রঙের প্যাকেট পড়েছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে প্যাকেটটি উদ্ধার করে। পরে প্যাকেট খুলে ভিতরে পয়েন্ট ২২ বোর লং ব্যারেলের ৮০ রাউন্ড গুলি ও শটগানের তিন রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধার করা গুলিগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। এসব ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের নতুন গুলি। এছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয়ে থাকে।
এলাকাবাসীদের ধারণা, কোনো দুর্বৃত্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বাঁচতে অবৈধভাবে সংগ্রহ করা গুলিগুলো ফুটপাতে ফেলে গেছে।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার ওসি ডিবি ইকবাল বাহার জানান, গুলিগুলোর সোর্স নিশ্চিত হতে তদন্ত চলছে। পরিত্যক্ত অবস্থায় ৮৩ রাউন্ড গুলি উদ্ধার হওয়ায় এ ব্যাপারে সদর থানায় জিডি করা হয়েছে।