ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,লালমনিরহাট প্রতিনিধি,২০ জানুয়ারি : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে দশম শ্রেণীর এক ছাত্রীকে মারধর করেছে বখাটে ছাত্র।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার বিদ্যালয় চলাকালীন সময়ে উপজেলার পারুলিয়া দ্বি-মুখী তফসীলি স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আব্দুস সাত্তার নামে এক ছাত্র সদ্য দশম শ্রেণীতে উঠা অপর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে মেয়েটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় সময়ই রাস্তাঘাটে মেয়েটিকে উত্ত্যক্ত করতো। এ অবস্থায় বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে মাঠের মধ্যে সাত্তার ওই মেয়েটি ডাক দিলে, মেয়েটি তা উপেক্ষা করে নিজ শ্রেণিকক্ষে ঢুকে পড়ে।
পরে সাত্তার শ্রেণিকক্ষে ঢুকে মেয়েটিকে মারধর করে। শুধু তাই নয়, প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেয় সাত্তার।
মারধরের শিকার মেয়েটি অভিযোগ করে বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাত্তার আমাকে দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছে। আজ সে আমাকে শ্রেণিকক্ষের মধ্যে ঢুকেই মেরেছে। বিষয়টি আমি তাৎক্ষনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের জানিয়েছি। স্যাররা তাকে নোটিশ দিয়ে ডেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন বলে জানান।


