ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি প্রতিনিধি,শনিবার ৩০ আগস্ট ২০২৫ || ভাদ্র ১৫ ১৪৩২ :
গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে দলটির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে তিনি ঢামেকে পৌঁছালে শুরু হয় উত্তেজনা।
Advertisement
সরাসরি হাসপাতালে উপস্থিত একাধিক সূত্র জানায়, আসিফ নজরুলের আগমনের খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ঢামেক প্রাঙ্গণ প্রকম্পিত করেন এবং জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আইন উপদেষ্টা ঢামেকের জরুরি বিভাগে প্রবেশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নেতাকর্মীদের ঘেরাওয়ের মুখে তিনি সেখানে কিছুক্ষণ অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ও অন্যান্য সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। নেতাকর্মীরা হাসপাতালের ভিতর থেকে সরে এসে জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নেন এবং সেখানে বিক্ষোভ চালিয়ে যান।
পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের একটি গেট দিয়ে হাসপাতাল এলাকা ত্যাগ করেন।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হন।
Advertisement
সবশেষ খবরে জানা গেছে, নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

ঢাকা মেডিকেলে অবরুদ্ধ আসিফ নজরুল। ছবি: সংগৃহীত