(ভিডিও)পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা রিপোর্টার ইউনিটি প্রতিনিধি, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫ ||  ভাদ্র ১৩ ১৪৩২ :

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল বৈঠকে হট্টগোল ও বিক্ষোভ ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মাসুদ আলম বলেন, “মবের শিকার যেন না হন এ কারণে লতিফ সিদ্দিকী  এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব।”

 

আরে আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

 

সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ অতিথিরা এর আগেই পৌঁছে যান। খবর পেয়ে স্থানীয় জনতা অনুষ্ঠানস্থল ঘেরাও করে রাখে। তারা লতিফ সিদ্দিকীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশ ও অবস্থান ঠেকাতে অবরোধ গড়ে তোলেন।