ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুরের টঙ্গী প্রতিনিধি,রোববার ১০ আগস্ট ২০২৫ || শ্রাবণ ২৬ ১৪৩২ :
গাজীপুরের টঙ্গীতে পাওয়া টুকরা লাশের রহস্য উন্মোচন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিন আসামিকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে, পূর্ব বিরোধেই জেরেই আসামি আপেলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে।
রোববার (১০ আগস্ট) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ১- এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
Advertisement
লে. কর্নেল আশিকুর রহমান জানান, গত শুক্রবার (৮ আগস্ট) টঙ্গীর স্টেশন রোডের পাশে পড়ে থাকা দুটি ট্রাভেল ব্যাগে মাথাবিহীন টুকরা লাশ উদ্ধারের ঘটনায় শুরু হয় চাঞ্চল্য৷ হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। উদ্ধার হয় মরদেহটির মাথা, গ্রেফতার করা হয় ৩ জনকে।
তিনি জানান, নিহত অলি মিয়ার বাড়ি নরসিংদীতে। আসামিরা তার পূর্ব পরিচিত ছিলেন। টঙ্গীতে বসবাস করতেন তারা৷ গ্রেফতার আপেলের বাসায় গত ৬ আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। লাশ গুমের উদ্দেশে তার দেহ টুকরা টুকরা করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রাখেন আসামিরা।
র্যাবের এ কর্মকর্তা জানান, অলিকে খুনের আগে কয়েকবার রেললাইনে ট্রেনে চাপা দেয়ারও চেষ্টা করেন আসামিরা। ব্যর্থ হয়ে ফুসলিয়ে বাসায় নিয়ে হত্যা নিশ্চিত করা হয়।
Advertisement
তিনি আরও জানান, নিহত অলি মিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। সবাই পেশায় ব্যবসায়ী৷
