ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,শনিবার ০৯ আগস্ট ২০২৫ || শ্রাবণ ২৫ ১৪৩২ :
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ৮ জনকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দাবি, এরা সবাই তুহিন হত্যায় সরাসরি জড়িত। জিএমপি কমিশনার জানান, ‘হানি ট্র্যাপ’ করে অর্থ হাতিয়ে নেয়ার ভিডিও করার কারণেই হত্যা করা হয়েছে সাংবাদিক তুহিনকে। এ ঘটনার সঙ্গে পূর্বশত্রুতার কোন তথ্য পাওয়া যায়নি বলেও দাবি পুলিশে
Advertisement
বৃহস্পতিবার রাতে গাজিপুর চৌরাস্তায় বহু মানুষের সামনে হত্যার শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট। এর সূত্রেই ৮ জনকে শনাক্ত করে আইনশৃঙ্খলাবাহিনী।
দেশজুড়ে অভিযানে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ আর দুইজনকে র্যাব। এরা সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানানো হয়েছে।
গাজীপুর পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি প্রত্যেকেরই এই মামলায় বড় সাজা হওয়া
গাজীপুর পুলিশ কমিশনার ব্রিফিংয়ে জানান, হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেয়ার ভিডিও করেন সাংবাদিক তুহিন। এ কারনেই খুন করা হয় তাকে। পূর্বশত্রুতার কিছু পায়নি পুলিশ।
গাজীপুর পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন, আগের থেকে ওঁৎ পেতে থাকা গোলাপির সহচরসহ আরও ৬-৭ জন চাপাতি হাতে পেছন থেকে বাদশাকে কোপ দিতে থাকে। এলোপাতাড়ি যখন কোপাতে থাকে তখন বাদশা পালিয়ে যায়। আর এই ভিডিওটি ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি যখন বসে এই ভিডিও ধারণ করছিলেন তার এই ভিডিও ধারণটি ক্রিমিনালরা দেখে ফেলে। এক পর্যায়ে তার ওপরও আক্রমণ চালায়, সে দৌড়ে গিয়ে মুদির দোকানে যায়। সেখানে গিয়ে তারা উপর্যপুরি কুপিয়ে হত্যা করে।
Advertisement
জিএমপি কমিশনার বলেন আগামী ১৫ দিনের মধ্যে এই মামলার চার্জশীট দেয়া হবে। এ হত্যাকাণ্ড তদন্ত ও গ্রেপ্তার নিয়ে র্যাবও আলাদা করে ব্রিফ করেছে।
সংবাদ সম্মেলনে কথা বলছেন গাজীপুর পুলিশ কমিশনার নাজমুল করিম খান