চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ভারি বৃষ্টিতে দেবে গেছে ব্রিজের একাংশ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম নগর প্রতিনিধিবৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫ ||  শ্রাবণ ২৩ ১৪৩২ :

চট্টগ্রাম নগরের ব্যস্ততম বায়েজিদ বোস্তামী সড়কে স্টারশিপ গলির মুখে শীতল ঝর্ণা খালের ওপর নির্মিত একটি সেতুর একাংশ দেবে গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সেতুটি দেবে গেছে জানিয়েছেন স্থানীয়রা।  এতে নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে সেতুর এক পাশ দিয়ে সীমিত আকারে যানবাহন চলাচল করলেও পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, সেতুটি অনেক পুরনো এবং সম্প্রতি ভারী বৃষ্টির কারণে পানির চাপ বাড়ায় এর একটি অংশ দুই ভাগ হয়ে দেবে গেছে। বৃষ্টির মধ্যেই সকাল থেকে শ্রমিক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েন।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক মনসুর নবী বলেন, ‘সকালে কলেজে যাওয়ার জন্য বের হয়ে দেখি সেতুটি ভেঙে গেছে। পরে জানতে পারি অতিবৃষ্টির কারণে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বাধ্য হয়ে বাসায় ফিরে এসেছি। সেতুর অন্য পাশটিও এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী বলেন, ‘শীতল ঝর্ণা খালের ওপর ইটের তৈরি এই সেতুটি ১৯৮০ সালের দিকে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি খাল সম্প্রসারণ প্রকল্পের আওতায় পানির প্রবাহ বেড়ে যায়, যার ফলে সেতুটির একাংশ ধসে পড়ে। সেতুটি পুনর্নির্মাণ ছাড়া মেরামতের আর কোনো সুযোগ নেই।’

Advertisement

সেতুটি ধসে পড়ায় নগরের অন্যতম গুরুত্বপূর্ণ বায়েজিদ বোস্তামী সড়ক কার্যত অচল হয়ে পড়ে। এই সড়ক দিয়েই নাসিরাবাদ ও ষোলশহর শিল্প এলাকার শ্রমিকরা যাতায়াত করেন। পাশাপাশি হাটহাজারী, ফটিকছড়ি, রাউজানসহ উত্তর চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যমও এটি।